Wednesday, March 1, 2023

What's on my mind (4)

 জীবন হল এক অসীমের পথে যাত্রা। এই পথিকদের আমি চার ভাগে ভাগ করি।

  • দল ১. এই যাত্রা এদের কাছে সুখময় কান্তিহীন ভ্রমণ
  • দল ২. এদের কাছে এই যাত্রা স্প্রিন্ট রেস 
  • দল ৩. এদের কাছে ম্যারাথন
  • দল ৪. এদের যাত্রা ভ্রমণও না রেস ও না  বরং এরা যাত্রা পথে কিছু একটা খোঁজে। কি খোঁজে তা তারা নিজেরাও জানে না। হয়ত শান্তি, সুখ বা ভালবাসা। অথবা অর্থ, বিত্ত, প্রতিপত্তি। (যারা জানে তারা কি চায় তারা ওপরের কোন দলভুক্ত) 

(অসীমে পৌছার পরে কি হবে এই নিয়ে যথেষ্ট তর্ক বিদ্যমান। কারো কাছে এই অসীমের থেকে অন্য এক জীবনের শুরু আবার কারো মতে এটাই হল অনন্ত সমাপ্তি। এই বিষয়ে অন্যদিন বলব।)

- জুলাই ৮, ২০২১

No comments:

Post a Comment