এই শহরে অসংখ্য মানুষ মৃত মাছের চোখের মত ফ্যাকাসে দৃষ্টি নিয়ে ঘুড়ে বেড়ায়। এদের সমস্য কি? এদের অধিকাংশেরই সমস্যা তারা স্বপ্ন দেখতে ভুলে গেছে। অনেকেই হয়ত বুঝতে পারবেন না, মানুষ স্বপ্ন দেখতে আবার ভুলে যায় কিভাবে?
বিষয়টা বুঝতে হলে প্রণীকুলের স্বভাবিক প্রবৃত্তি বোঝার চেষ্টা করা দরকার। সাপের তাবিজ বিক্রি করার পদ্ধতি হয়তো অনেকেরই জানা আছে। তবুও যারা জানেন না তাদের জন্য বলি, সাপুড়েরা সাপের সামনে তাবিজ ধরে হাত ঘোরান। দর্শকরা দেখতে পান এই তাবিজের ভয়ে সাপ দূরে সরে সরে যাচ্ছে। এভাবেই তারা সাপ তাড়ানোর তাবিজ বিক্রি করে চলেন। প্রকৃত ঘটনা হচ্ছে সাপুরের বাড়িতে সাপেদের মাথায় বারং বার গরম লোহার ছ্যাকা দেয়া হয়। এরপর থেকে সাপের মাথার কাছে হাত আনতে দেখলেই সে মনে করে এই বুঝি আবার এলো লোহা নিয়ে।
প্রায় একই রকম কাজ করা হয় হাতিদের সাথে। ছোট বেলায় হাতিকে পোষ মানানোর জন্য এর পায়ে বিশাল শেকল দিয়ে বেঁধে রাখা হয়। শত চেষ্টা করেও সে সেই বাঁধন থেকে বের হয়ে পারে না। এভাবেই সে বড় হয়ে ওঠে। তখন তাকে সামান্য এক দড়ি দিয়ে বেঁধে রাখলেও সে মনে করে এই বাঁধনও তার পক্ষে ছেড়া সম্ভব নয়।
এবার আসি সেই মানুষগুলোর প্রসঙ্গে যারা স্বপ্ন দেখতে ভুলে গেছে। এই মানুষগুলো জীবনে এত শত বার স্বপ্ন ভঙ্গের মধ্যে দিয়ে গিয়েছে যে তারা স্বপ্ন দেখতে ভয় পায়। খুব সামান্য স্বপ্নও তাদের পূরণ হয়না। এভাবেই দিনের পর দিন চলতে চলতে তারা ভুলে যায় স্বপ্ন দেখতে।
- মে ১২, ২০২২
No comments:
Post a Comment