চাতক হলে মরেই যেত
নেহাৎ মানুষ বলে বেঁচে রইলাম
তোমার অপেক্ষায়।
~ তারপর??
তারপর একটা ফোন এলো
সে কি নিষ্প্রাণ, উচ্ছ্বাসহীন, দায়সারা গোছের একটা কন্ঠ।
তুমি তো এলে না,
কিন্তু তোমার ফোন তো এলো....
- মার্চ ৩, ২০২৩
No comments:
Post a Comment