Wednesday, March 1, 2023

What's on my mind (3)

 জীবন কি আনন্দময়? আপাতত এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। 

তবে আমি জানি আনন্দ কি। আনন্দ হচ্ছে সেই অনুভূতি যা অন্যের বিফলতায় আসে। উদাহরণ দেই, ক্লাসে প্রথম হলে আমরা আনন্দিত হই। কেন হই? কারন কি এই নয় যে অন্যরা প্রথম হতে পারেনি? খুব সুন্দর একটা জায়গায় যেতে পারলে আনন্দিত হই, ভাল খাবার খেতে পারলে হই। খুব অল্প সংখ্যক লোক এমন করতে পারে বলেই আনন্দ অনুভূত হয়।  

জানি এতক্ষণে অনেকেই তেরে ফুরে এসেছেন। হয়ত আপনি সাধু, সন্ত পর্যায়ের মানুষ। আপনি এসবের উদ্ধে। আমি নিন্ম শ্রেণীর মানুষদের কথা বলেছি। আমায় ক্ষমা করবেন। 

- জুলাই ৮, ২০২১

No comments:

Post a Comment